ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ২১:১৬, ৩০ সেপ্টেম্বর ২০২৪

দ্বিতীয় স্বাধীনতা ও নতুন দেশ গড়ার অঙ্গীকার নিয়ে এবং সাধারণ জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সত্য প্রচারে একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের নেতৃত্বে নতুন আঙ্গিকে নতুন সময়ে আসছে একুশে সংবাদ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) একুশে টেলিভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, আগামীকাল ১ অক্টোবর থেকে প্রতিঘণ্টার খবর প্রচারিত হবে জিরো আওয়ারে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দিনের প্রথম সংবাদ শুরু হবে সকাল ৭টায়, সকাল ৯টায় এবং সকাল ১১টায়।

দুপুরের সংবাদ ১টায় ও দুপুর দুইটায়। বিকেলের সংবাদ ৫টায়। এরপরের সংবাদ সন্ধ্যা ৭টায়। রাতের সংবাদ ৯টায়, রাত ১১টায় এবং রাত ১টায়।  
 

বিপুল অনুষ্ঠানের সম্ভার নিয়ে আসছে একুশে টেলিভিশন

সংবাদ ছাড়াও বিপুল অনুষ্ঠানের সম্ভার নিয়ে আসছে আপনার প্রিয় প্রতিষ্ঠান একুশে টেলিভিশন। বর্তমানে সমসাময়িক বিষয় নিয়ে বিশেষজ্ঞদের মতামত-বিশ্লেষণমূলক অনুষ্ঠান ‘একুশের রাত’ চলছে নিয়মিত। প্রতিদিন রাত ১২টায় প্রচারিত হচ্ছে একুশের রাত।

এছাড়া সংবাদভিত্তিক অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘একুশের চোখ’ দেখতে নিয়মিত চোখ রাখুন একুশের পর্দায়। প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা প্রচারিত হচ্ছে ‘একুশের চোখ’।

নিয়মিতভাবে লাইফস্টাইল অনুষ্ঠান ‘একুশের সকাল’ দেখুন প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিটে। সমসাময়িক ইস্যুর উপরে  জনগণের প্রতিক্রিয়া নিয়ে অনুষ্ঠান ‘জনতার কথা’ দেখুন সপ্তাহে চারদিন। শনি, রবি, মঙ্গল ও বুধবার রাত ১১.৫০ মিনিটে প্রচারিত হচ্ছে জনতার কথা।

এছাড়া শিগগিরই শুরু হচ্ছে গ্রামগঞ্জে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘দেশজুড়ে’। আসছে শিশু-কিশোরদের সংবাদভিত্তিক অনুষ্ঠান ‘মুক্তখবর’। এছাড়াও খুব শিগগিরই নিয়মিত দেখতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান ‘একুশের সন্ধ্যা’। 

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি